সকাল
মৃন্ময় মাজী


আজকাল অলসতায় দিন কাটে
বিছানার সাথে ঘুঁটে-দেওয়াল সম্পর্ক...

তবু ঘুম ভাঙে রান্নার গন্ধে
এপাশ ওপাশ হই স্বপ্নগুলো ঝালিয়েনি আরও একবার

যে স্বপ্নটা দেখা হোলোনা-
সেটি রান্নার গন্ধ গায়ে মেখে ঘুলঘুলি দিয়ে আকাশে মিশে যায়...

                                                                                                        (শিল্পজগৎ এ প্রকাশিত)