ঝোড়ো হাওয়ায় গা ভাসাই

মৃন্ময় মাজী

 

জানিও কেমন আছো -

 

ছাদের উপর বাসা বাঁধা পাখিটাও

বাচ্চাদের উড়তে শেখায়, 

তাকেও দেখিনা আর...

 

পাশের পলাশ গাছে

দুইটি শালিক আর কাঠ-ঠোকরা ঝগড়া করে...

মনে পড়ে সেই মেঘলা দিনের কথা !

এখনো কি আটা জল মেখে

ঘুড়িতে লাগাও ?

 

আজ লাটাইরা পাড়ি দিয়েছে দিগন্তে

তাই ঘুড়ি ওড়ানো হয় না,

আমি মাঠে বসে শুধু নীলাকাশ আর

ঝোড়ো হাওয়ায় গা ভাসাই...



ছায়াবৃত্ত পত্রিকায় প্রকাশিত