বিষাদের পদচিহ্ন


শালুকের সংসারে রদ্দুরের উঠোন ছিল – গোধুলি বেলার কুয়াশার বাঁশপাতা জ্বেলে ডুবে গেছি কোন অন্ধকারে – বৃদ্ধ বটের হাতছানি ছিল – ছিল রোহিনীর বাঁশি - শিশির ভেজা শিয়াকুল – ধান শিষের দোলন – আজ হাতছানি দেয় বুড়ো পাহাড়ের কোল হতে – অক্ষম মরমী নদী ঢাল বেয়ে নেমে আসে – অসহায় উচ্ছ্বাস বিকেলের হলুদ সূর্যে ঠাকুরদার রাঙা দুটি পায়ের নকশা – নাভিঋন মেঘমালার অন্ধকারে ধমনীর ভেতর জন্মের অভিজ্ঞান আনে – ভাষাহীন মাঠে নাগরিক আলো নিভে গেলে - বিষাদের পদচিহ্নে জেগে থাকি।


প্রকাশিত বিন্দু পত্রিকা, বাংলাদেশ