বেলাশেষ গানে
কঠিন মাটির বুক চিরে
অনেক ঝরেছে
ঘাম সারাদিন
রক্ত বিন্দু বিন্দু বিলিয়েছ চিরকাল,
এবার বিশ্রাম নাও তুমি
ছড়িয়ে রয়েছে প্রান, দেখ
মাঠের প্রশান্ত ঘাসবীজে
দেখ সন্ধ্যা হোলো
ফিরেছে সকলে
শোনো পাখিদের
বেলাশেষ গান
যন্ত্রনার বহু ইতিহাস
রয়েছে ভেতরে আমাদের
রাখা আছে সব লাঙলের
আদিম ফলায়
দেখেছি দেখেছি
হালের বুটায়
যন্ত্রনার ইতিহাস নিজেই নিজের কথা বলে
কঠিন মাটির বুক চিরে বহু ফসল ফলেছে
বিন্দু বিন্দু রক্ত আর ঘামে পৃথিবীর
নদীর কিনারে
সেই কথা শুনি আমি পাখিদের বেলাশেষ গানে
প্রকাশিত বিন্দু পত্রিকা, বাংলাদেশ
0 Comments
Post a Comment