মিলন
মৃন্ময় মাজী
বসল এসে ফুলে
গুন গুনিয়ে গান গেয়ে যায়
দরাজ গলা খুলে।
উড়ল সেখান থেকে
পায়ের পাতায় পরাগ রেণু
ফুলের মধু মেখে।
নতুন ফুলে আসা
প্রথম থেকে দ্বিতীয় ফুলে
বিলোয় ভালোবাসা।
পরাগ মিলন তাতে
নতুন করে আসবে কুড়ি
ফুল ফুটবে সাথে।
সাজল শাখা রুপে
জুটল ভ্রমর ছুটল ওরা
ফুলের মধু কূপে।
0 Comments
Post a Comment