লাঙলের মাটি খোঁড়ার ইতিহাস

মৃন্ময় মাজী 


শরীরটাকে নিংড়ে নিয়ে হাত রাখি লাঙলে,

ফলা দিয়ে রচনা করি ইতিহাস... 


লাঙলের মাটি খোঁড়ার ইতিহাস...

চারার, মাটিকে মা ডাকার ইতিহাস...
কেঁচোর ধাই মা হয়ে ওঠার ইতিহাস...
আগাছার শত্রু হয়ে ওঠার
ইদুঁরের ডাকাত হয়ে ওঠার
বৃষ্টির বন্ধু হয়ে ওঠার
কীট পতঙ্গের রাজনীতির ইতিহাস
কীটনাশকের ত্রাতা হয়ে ওঠার ইতিহাস.. 








আর আমি? 


আমি বাড়ী ফিরে হাড়ির শেষ ভাতে দেখি

আমার পৃথিবী।