আকাশে জলযান
মৃন্ময় মাজী


আমিতো ঝিল নই ঝিলের বক নই
তবুও চারপাক ক্ষিদেরা নিশ্বাস
ছুটেছি অহরহ পেটেতে প্রত্যহ
তুমিতো দিনরাত পিটছ নিজ ঢাক। 

এলরে উচ্ছাস ক্ষিদেরা উড়ে যায় 
পাঁকেতে পাক পাক মেলেনা নিজ বাঁক
সেইতো চারদিক দেখেছি যত লাল
চোখের বেড়াজাল বেড়ালে মাছ খাক। 

আশারা জেগে থাক শাখায় ফোটে ফুল
ঢাকিরে বাজা ঢাক চেতনা ফিরে পাক
যেভাবে অম্বল ছিড়েছে পাকনল
আকাশে জলযান ক্ষেপারা পেড়ে খাক। 

আমিতো আজকাল ভাবিনা আর কিছু
আহারে একঝাঁক নবীন সুখে থাক।


(স্বরবর্ণ পত্রিকায় প্রকাশিত )