সাপ ও ব্যাঙ
মৃন্ময় মাজী
ডোবার ধারে
ব্যাঙের ঘরে
দিব্যি আছে সাপ।
একটি ফড়িং
দু-জনে খায়
খুশিতে হাফ্ হাফ্।
বছর আগে
বর্ষা কালে
কালো মেঘের দিনে।
সাপের বাবা
তাড়িয়ে ছিল
জড়িয়ে ছিল ঋণে।
সেদিন থেকে
ব্যাঙের সাথে
জগৎ জোড়া ভাব।
ঘর হারিয়ে
ঘর পেয়েছে
সাপের হল লাভ।
সাপ ও ব্যাঙ
মৃন্ময় মাজী
ডোবার ধারে
ব্যাঙের ঘরে
দিব্যি আছে সাপ।
একটি ফড়িং
দু-জনে খায়
খুশিতে হাফ্ হাফ্।
বছর আগে
বর্ষা কালে
কালো মেঘের দিনে।
সাপের বাবা
তাড়িয়ে ছিল
জড়িয়ে ছিল ঋণে।
সেদিন থেকে
ব্যাঙের সাথে
জগৎ জোড়া ভাব।
ঘর হারিয়ে
ঘর পেয়েছে
সাপের হল লাভ।
0 Comments
Post a Comment