সিঁড়ি
মৃন্ময় মাজী
সাজানো সিঁড়ির কাঁধে বেড়ে ওঠে রোজ
মরসুমী দাগ
ভারি হয় সব ফুলবেলা
পায়ে পায়ে বলি হয় বোকার বসন্ত
ছিটকে ছড়ায় যত রাত
ঝরা ফুল তুলে
আস্তে আস্তে উঠে পড়ে আকাশের পাড়ে
খুলে ফেলে সব আভরণ...
প্রকাশিত 'গীর্বাণ পত্রিকা'
সিঁড়ি
মৃন্ময় মাজী
সাজানো সিঁড়ির কাঁধে বেড়ে ওঠে রোজ
মরসুমী দাগ
ভারি হয় সব ফুলবেলা
পায়ে পায়ে বলি হয় বোকার বসন্ত
ছিটকে ছড়ায় যত রাত
ঝরা ফুল তুলে
আস্তে আস্তে উঠে পড়ে আকাশের পাড়ে
খুলে ফেলে সব আভরণ...
প্রকাশিত 'গীর্বাণ পত্রিকা'
0 Comments
Post a Comment