মাছিজন্ম 

মৃন্ময় মাজী 


অপরাধী চোখে,

শিদ্দাড়াতে চুমু খায় পেট

ঢোক গিলে শুখা লালা রস। 


আকাশের দিকে চেয়ে চেয়ে

আয়ু চেঁছে মাছিজন্ম খুঁজি বার বার।



স্বরবর্ণ পত্রিকায় প্রকাশিত