ধুলোর দস্তানা

মৃন্ময় মাজী 


চারদিন শুকিয়ে পঞ্চম দিন তুলে

রোদের আড়াল করলাম

সমস্ত ব্যর্থতা

দেখি অন্ধকারে কানামাছি

খেলছে মিইয়ে থাকা শরীরের জ্বালা 


ধাপ্পা দিয়ে পাশ কেটে যাই

চোখ কচলায় ধুলোর দস্তানা।


প্রকাশিত, স্বরবর্ণ পত্রিকা